চট্টগ্রামে ‘স্বদেশ বিচিত্রা’ ও ‘কালধারা’র ব্যুরো অফিস উদ্বোধন

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল ৪টায় নগরীর বাদুরতলা হারেছ শাহ মাজারের পাশে সোনিয়া ম্যানসনে নতুন ব্যুরো অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক লিটন দাশ শিবু এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সবুজ অরণ্য। প্রধান অতিথি ছিলেন পত্রিকাটির প্রকাশক, সম্পাদক, সংগঠক ও কবি বাবু অশোক ধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রাখাল চন্দ্র পাল, মৃণাল কান্তি দেব এবং কবি ও সাংবাদিক অরূপ কুমার বড়ুয়া।

প্রধান অতিথি ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাবু অশোক ধর বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা। একজন সাংবাদিক কলমের মাধ্যমে সত্য তুলে ধরে এবং রাষ্ট্রের উন্নয়ন ও সুশাসনের বার্তা পৌঁছে দেয়। এই মহান পেশায় নিয়োজিতরা যেন নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য রাষ্ট্রীয় আইনগত সুরক্ষা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে লিটন দাশ শিবু বলেন, “সততা ও নির্ভীকতা সাংবাদিকতার মূল ভিত্তি। অসত্য বা বিকৃত তথ্য যেন কেউ প্রকাশ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে কালধারার ভারপ্রাপ্ত সম্পাদক নয়ন শীল, সাংবাদিক মফিজুর রহমান, বশিরুল ইসলাম, শাহেদ উজ জামান চৌধুরী, জেসমিন জুঁই, আমিনুল ইসলাম মামুন, জাহাঙ্গীর আলম, অভিজিৎ তালুকদার, মঈন উদ্দিন মাহমুদ, পীরজাদা এস.এম ফিরোজ, অ্যাডভোকেট সুব্রত শীল রাজু, অজয় কুমার দাশ, নুরুল ইসলাম, ইউসুফ ভূঁইয়া, চয়ন পাল, মো. আলমগীর, রাজীব ধর, মো. মাহবুবুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram