পাহাড় কাটা বন্ধে পরিবেশ উপদেষ্টার কঠোর বার্তা

চট্টগ্রামে পাহাড় কাটার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘পাহাড় কাটা বন্ধ করতে হবে, আমরা তালিকা প্রস্তুত করেছি, মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তিনি আরও জানান, পাহাড় কাটার বিরুদ্ধে সবার দায়িত্ব রয়েছে, এবং আইন মেনে চলা বাধ্যতামূলক।

রিজওয়ানা পলিথিন বন্ধে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘পলিথিনে খাবার রাখা ও পরিবেশের জন্য বিপজ্জনক। আমাদের উচিত পলিথিন ব্যবহার না করা এবং বিকল্প ব্যবহার করা।’

রবিবার (১৯ জানুয়ারি) সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে চসিক আয়োজিত পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণে চট্টগ্রামে ক্যাম্পেইন চালানোর কথা উল্লেখ করেন এবং সড়কে হর্ন বাজানো বন্ধের পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ২০০৫ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করার পর এটি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছিল। তবে সঠিক মনিটরিংয়ের অভাবে এবং জনসচেতনতার ঘাটতিতে এটি আবারও ব্যাপকভাবে ফিরে এসেছে। পলিথিন বন্ধে জনসচেতনতা এবং আইন প্রয়োগের মাধ্যমে প্রতিটি কারখানা ও বিপণন কেন্দ্রে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে হবে। প্লাস্টিকের ক্ষুদ্র কণাগুলো পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করছে, যা আমাদের নালা-নর্দমায় বাধা সৃষ্টি করে জলাবদ্ধতা বৃদ্ধি করছে। এটি নিয়ন্ত্রণে কঠোরভবে আইনের প্রয়োগ প্রয়োজন।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রায় ৫০ হাজার ময়লার বিন সরবরাহ করছে। প্রতিটি বাজার ও দোকানে এগুলো স্থাপন করা হবে, যাতে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা হয়। দোকানদাররা নিয়ম মানতে ব্যর্থ হলে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram