স্ট্রোক কেয়ারে ৫শ’ রোগীকে সফল চিকিৎসা দিলো এভারকেয়ার

স্টোক কেয়ারে পাঁচ শতাধিক রোগীকে সফলভাবে চিকিৎসা দিয়েছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। যাদের মধ্যে ১৫ জনের জীবন থ্রম্বোলাইসিস পদ্ধতির মাধ্যমে রক্ষা করা হয়েছে

বুধবার (২৭ নভেম্বর) হসপিটালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এই সাফল্য নিউরোলজিক্যালসহ সব রকম উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটালের প্রতিশ্রুতির প্রতিফলন বলে দাবি করে হসপিটাল কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে সামির সিং বলেন, ‘আজকের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্য আমাদের সময়োপযোগী ও উন্নত চিকিৎসা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন বলে আমি মনে করি। আমাদের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে’।

ডা. সোমেন চৌধুরী বলেন, , ‘স্ট্রোকের চিকিৎসা শুধু জীবনই বাঁচায় না, এটি নতুন জীবনে সুস্থভাবে বেঁচে থাকতে আশাবাদী করে তোলে। আমাদের সমন্বিত চিকিৎসা পদ্ধতি জরুরি সেবা প্রদান থেকে শুরু করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া পর্যন্ত রোগীদের সার্বিক সহায়তা প্রদানে বদ্ধ পরিকর’।

ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, ‘স্ট্রোক চিকিৎসায় দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে থ্রম্বোলাইসিসের মতো চিকিৎসায় রোগীর জীবন রক্ষার পাশাপাশি ভালো ফলাফলও নিশ্চিত হতে পারে। তাই স্ট্রোকের পর রোগীকে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনতে সবাইকে সচেতন হতে হবে’।

এসময় সিনিয়র নিউরোলজি কনসালট্যান্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, নিউরোলজি কনসালট্যান্ট ডা. সোমেন চৌধুরী এবং এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিওও সামির সিং সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram