‘বিদেশ নয়, চট্টগ্রামেই বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে এভারকেয়ার’

বিদেশ নয়, চট্টগ্রামেই বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে এভারকেয়ার। চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালই প্রথমবারের মত বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন,অ্যাওয়েক ক্র্যানিওটোমি সার্জারি, বাইল্যাটেরাল নী রিপ্লেসমেন্ট সার্জারিসহ জটিল সব রোগের চিকিৎসা নিশ্চিত করেছে।

আজ রোববার, ৫ ফেব্রুয়ারী বিকালে এভারকেয়ার হসপিটাল অডিটোরিয়ামে ‘চিকিৎসার জন্য বিদেশ কেন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব তথ্য জানিয়েছেন চিফ অপারেটিং অফিসার সামির সিং। অনুষ্ঠানে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেসব প্রতিবন্ধকতা ও ভোগান্তির সম্মুখীন হতে হয় তা নিয়ে আলোচনা করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা।

সামির সিং বলেন,’যারা দেশের বাইরে চিকিৎসা নিতে যান তাদের ভাষাসংক্রান্ত জটিলতা, অপরিচিত স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, দীর্ঘ অপেক্ষা এবং মাত্রাতিরিক্ত খরচ সহ নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। এছাড়া, নিজের বাড়ি ও প্রিয় মানুষদের কাছ থেকে এতো দূরে অবস্থান করার কারণে অতিরিক্ত চাপ তৈরির ফলে মানসিকভাবে ভেঙ্গে পড়েন অনেকেই। আর চিকিৎসার ফলো-আপের জন্য বারবার আসা-যাওয়ার ঝামেলা, আর্থিক চাপ ও নিত্য জীবনযাপনে ব্যাঘাত তো আছেই। সেইসাথে আছে মেডিক্যাল ভিসা পাওয়ার অনিশ্চয়তা, ভিসার জন্য দীর্ঘ সময়ের অপেক্ষা এবং রোগীর সাথে যিনি থাকবেন তার কাজ থেকে ছুটি নেওয়া সহ নানান ঝামেলা।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মেডিকেল সার্ভিস বিভাগের ডিরেক্টর ডা. দীপক সিং বলেন,’এভারকেয়ার হসপিটাল তাদের অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা এবং দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে চট্টগ্রামবাসীকে সর্বোচ্চ মানের সেবা দিয়ে যাচ্ছে, যার ফলে বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো চট্টগ্রামে বিশ্বমানের চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়টি মানুষকে জানানো এবং দেশে চিকিৎসা নেওয়া সুফলসমূহ তুলে ধরা’।

এভারকেয়ার

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এভারকেয়ার হসপিটাল যাত্রা শুরুর পর থেকেই চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চট্টগ্রামে নিজেদেরকে অগ্রগামী হিসেবে প্রতিষ্ঠা করেছে। হাসপাতালটি ইতোমধ্যে প্রথমবারের মতো অ্যাওয়েক ক্র্যানিওটোমি সার্জারি, বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্টেশন, বাইল্যাটেরাল নী রিপ্লেসমেন্ট সার্জারি, বোটক্স ব্যবহার করে সার্ভিক্যাল ডিসটোনিয়া, স্ট্রোক থ্রোম্বলোসিস প্রসিডিওর, ব্রেইন টিউমার রিমুভ্যাল সার্জারি, থোরাসিক এন্ডোভাসক্যুলার অ্যারোটিক রিপেয়ার (টি ই ভি এ আর) প্রসিডিওর, ভার্টিব্রা জোড়া লাগানোর ক্ষেত্রে এম আই এস (মিনিম্যালি ইনভ্যাসিভ সার্জারি) এবং পেডিয়াট্রিক কার্ডিওলজি প্রসিডিওর সহ বেশকিছু মাইলফলক অর্জন করেছে।

আলোচনায় চিকিৎসাসেবায় সর্বশেষ অগ্রগতি, বিদেশের তুলনায় এভারকেয়ার হসপিটালের কম চিকিৎসা ব্যয় এবং বিদেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে গিয়ে রোগীদের নানান ভোগান্তি সহ বেশকিছু বিষয় উঠে আসে। এছাড়া ফলো আপের জন্য বারবার বিদেশ আসা-যাওয়ার ঝামেলা, রোগী ও রোগীর পরিবারের সদস্যদের উপর অতিরিক্ত মানসিক চাপ, ভিসা সংক্রান্ত জটিলতা এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: সুরমান আলী,জেনারেল ম্যানেজার ড. মোঃ ফজলে-ই-আকবর চৌধুরী,এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ব্রান্ড মার্কেটিং মো.সালাউদ্দিন মামুনসহ হসপিটালের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram