চট্টগ্রামের রাউজানে পারিবারিক বিরোধের জেরে নিহত প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলায় তার মা শহিদা বেগম (৬০) ও সৎভাই মো. নাজিম উদ্দিন ও মো. দিদারুল আলম (৩৩)–কে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৭ জুলাই) হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, বড় দিঘীর পাড় ও লালিয়ার হাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১ এপ্রিল রাউজানের হলদিয়া ইউনিয়নে নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নুরুল আলম বকুল (৪১)। জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর নিহতের ভাই রাজু বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তার তিনজনই ওই মামলার এজাহারনামীয় আসামি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোজাফফর হোসেন জানান, আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত বকুল ও মামলার বাদী রাজু শহিদা বেগমের প্রথম স্বামীর সন্তান। গ্রেপ্তাররা শহিদার দ্বিতীয় স্বামীর সন্তান।