চট্টগ্রামে একটি পারিবারিক সহিংসতার মামলায় বিচারককে ঘুষ দিতে গিয়ে আটক হলেন সিএমপির এক পুলিশ সদস্য। ঘটনার পর পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম আদালতে বিারকের খাসকামরায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম দুলাল মিয়া।
চট্টগ্রাম আদালতা সূত্রে জানা গেছে, আসামির জামিনের তদবির করতে বিচারকের খাস কামরায় যান চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল দুলাল মিয়া। সঙ্গে নিয়ে যান টাকার বান্ডিল। এতে বিচারক তার ওপর প্রচণ্ড চটে যান।
এ সময় সেই পুলিশ সদস্যকে খাস কামরায় আটকে রাখা হয়। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়ে আনা হয়। বিচারককে ঘুষ সাধার অভিযোগে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার এস এম হুমায়ুন কবীর জানান, মামলাটি ছিল পারিবারিক সহিংসতার। মামলার নথি নিয়ে বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের খাস কামরায় যান পুলিশ কনস্টেবল দুলাল মিয়া। এ সময় তিনি নথির সঙ্গে টাকার বান্ডিল দিয়ে আসামির জামিনের জন্য বিচারকের কাছে তদবির করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিচারক তাকে আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন। পরে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে