আল্ হাসনাইন মিশন বাংলাদেশ এর উদ্যোগে আহলে বায়তে রাসুল (সাঃ) স্মরণে আজ রোববার বিকেল ৪ টা থেকে নগরির হালিশহরস্থ এ ব্লক বাস ষ্ট্যান্ড মোড়ে
আজিমুশশান শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীরমুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।
সংগঠনের সভাপতি শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দীন আল সাঞ্জারীর সভাপতিত্বে মাহফিলে তশরিফ আনবেন আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম ফরিদী ও আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চসিক প্যানেল মেয়র ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর
আবদুস সবুর লিটন, চসিক কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ইসমাইল, কাউন্সিলর প্রফেসর মোহাম্মদ আসলাম হোসেন, আলহাজ্ব লায়ন মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ নিজাম উদ্দীন মীর, আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন, শাহ এহসানুল গণি পল্লব প্রমুখ।
মাহফিলে শাহদাতে কারবালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন, উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী, হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ মুহিউদ্দীন তাহেরী নকশেবন্দী, হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন তাহেরী, মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী, মাওলানা হেলাল উদ্দীন আল কাদেরী সহ অসংখ্য ওলামে-কেরাম।