পাঁচলাইশে চাঁদা না পেয়ে মারধর,গ্রেপ্তার ২

চাঁদা

নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় চাঁদা না পেয়ে মারধর করার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা একটি চাপাতি উদ্ধার করা হয়।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নম্বর রেল গেইট জামাল কলোনির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জিকু (২৫) ও মো. মিজান (২৪)।

জানা গেছে, মাসুদ আলম (৩৭) নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে চাঁদাবাজরা। শনিবার দুপুর দুইটার দিকে জামাল কলোনির ৩নম্বর রুমের সামনে ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাথারি মারধর করে। একপর্যায়ে মো. জিকু চাপাতি দেখিয়ে হত্যা করার হুমকি দেয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার জানান, চাঁদা না পেয়ে মারধর করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।এ তাদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram