পটিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে ইউনিয়নের একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে ফেরেন। রাজনৈতিক কারণে গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি সাধারণত ঘরে থাকতেন না। রাতে বাড়ির পাশের একটি ঘরে ঘুমাতে গেলে ভোররাতে স্ত্রী তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তাঁর ভাই মাহমুদুল হাসান দাবি করেন, ‘ভাইয়ের পা মাটিতে লাগানো ছিল। পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে সকাল ৬টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram