চট্টগ্রামে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) নগরীর দুই নম্বর গেট এলাকায় এই বিক্ষোভের ফলে যানজট তৈরি হয়, দুর্ভোগে পড়েন পথচারীরা।
শিক্ষার্থীরা জানান, এর আগেও দাবি বাস্তবায়নে স্মারকলিপি, মানববন্ধন ও সমাবেশ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই আবারও আন্দোলনে নামতে হয়েছে।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, নিয়োগবিধি সংশোধন, ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণ, কারিগরি খাতে অকারিগরি নিয়োগ বন্ধ, পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং পলিটেকনিক পাস শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো।
এদিকে সড়ক অবরোধকে কেন্দ্র করে নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।