কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে একটি বাড়ির চাচাতো ও জেঠাতো ভাইবোনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) সকালে রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় মসজিদের খতিব এবং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) এবং তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে চাচাতো ও জেঠাতো ভাই-বোন।
এ বিষয়ে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
তিনি জানান, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের একটি ছোট জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা-পাল্টা হামলা এবং এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।