চট্টগ্রামে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঠিকাদার সমিতির বিক্ষোভ সমাবেশ

রহমতগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সমিতির নিজস্ব কার্যালয়ে ফ্যাসিস্ট আ.লীগের উস্কানীমূলক ও সরকার বিরোধী লিফলেট বিতরণ এবং অবৈধ প্রভাব বিস্তারের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম ঠিকাদার সমিতি।

৬ এপ্রিল রোববার বিকাল তিনটায় চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতি সড়ক ও জনপদ বিভাগের এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. মহসিন।

সমাবেশে সাধারণ সম্পাদক জামাল মোর্শেদ মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি জাহেদুল হক , যুগ্ন সম্পাদক মো. আনাস, ইকবাল হোসেন জিসান, দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন আলভী, সহ-দপ্তর সম্পাদক আসিকুল হক, কার্য নির্বাহী সদস্য ইমতিয়াজ উদ্দিন অপু, যুবরাজ, ইকবাল, মোবারক হোসেন, খলিলুর রহমান, আসিফ জাবেদ, আব্দুল কাইয়ুম জয়, আলামিন জাহাঙ্গীর বাবলু, মোহাম্মদ নাজের প্রমূখ।

বক্তারা বলেন, আজ সকালে চট্টগ্রাম আঞ্চলিক শাখা ঠিকাদার সমিতি সড়ক ও জনপদ বিভাগের ঈদ পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু ফ্যাসিস্ট আ.লীগের রাশেদুল আলম চৌধুরী প্রকাশ কানাডা রাশেদ, তার সহকারী হারুন ও ওয়াসিমের নেতৃৃত্বে সওজ ভবনে হামলা করার উদ্দেশ্যে ৫০/৬০ জনের একদল সন্ত্রাসী হঠাৎ সওজ ভবনে এসে সরকার বিরোধী, উস্কানিমূলক লিফলেট বিতরণ করে নিজেদের ঠিকাদারী কাজ দেয়ার জন্য অফিসারদের হুমকি ধমকি দিতে থাকে। পরে সাধারণ ঠিকাদাররা ও পুলিশ আসলে এরা পালিয়ে যায়।
বক্তারা আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। জনগণ আর ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায় না। ফ্যাসিস্ট আ.লীগ দেশের সব ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বক্তারা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে লিফলেট বিতরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram