অনুমোদিত ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বুধবার সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুতরা হলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল।
তারা ছুটি নিয়ে কানাডায় পিএইচডি করতে যান, কিন্তু ছুটি শেষ হলেও বিশ্ববিদ্যালয়ে ফেরেননি। বারবার চিঠি ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও তাদের সাড়া না পেয়ে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।
চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, দীর্ঘ অনুপস্থিতির কারণে বিভাগের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে কাজ করা উচিত, কিন্তু তারা তা করেননি।