বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে গলাটিপে হত্যা

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একজনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তির নাম নয়ন বড়ুয়া (২৯)।

রবিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে চান্দঁগাও থানার মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কম্বল পেঁচিয়ে বস্তাবন্দি করে ফেলে রাখা হয়।

তদন্ত অনুযায়ী, নিহত নারী জোৎস্না বেগম (৩২) একজন পোশাকশ্রমিক ছিলেন। আসামি নয়ন বড়ুয়া চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় কেডিএস গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। কর্মস্থলে পরিচয়ের সূত্র ধরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন।

পিবিআই জানায়, জোৎস্না বেগম নয়ন বড়ুয়াকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। তবে ধর্মান্তরের শর্ত থাকায় নয়ন এতে রাজি ছিলেন না। একপর্যায়ে গত শনিবার (২২ মার্চ) সকালে কথাকাটাকাটির জেরে নয়ন তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর নয়ন বড়ুয়া মরদেহ কম্বলে মুড়িয়ে, দড়ি ও ওড়না দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে রিকশা ও অটোরিকশাযোগে লালখান বাজার এলাকায় নিয়ে যান এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ফেলে দেন।

এ ঘটনায় খুলশী থানায় নিহতের বড় বোন তৈয়বা বেগম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram