পটিয়া প্রেস ক্লাবের মাহে রামাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, সমাজের নানা অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। তাদের লেখনীর মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের প্রকৃত চিত্র ফুটে উঠে। একজন সাংবাদিককে সাহসী কলম সৈনিকের মত কাজ করে সেসব অঙ্গগতিকে দূর করে সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পটিয়া প্রেস ক্লাবের আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উল্লাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, তথ্য কর্মকর্তা উজ্বল শীল, উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, লেখক ও গবেষক এস এম এ কে জাহাঙ্গীর, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য আবদুর রাজ্জাক, যুগ্ন আহবায়ক এটি এম তোহা, পৌরসভা এলডিপি নেতা মজিবুর রহমান, শিক্ষক নেতা হারুনুর রশিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, ইউপি সদস্য দিদারুল আলম, সাংবাদিক শফিউল আজম, কাউছার আলম, রবিউল আলম ছোটন, জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সংগঠক সাজ্জাদ হোসেন, পটিয়ার যুগ্ন সদস্য সচিব হাসান আল বান্না, চট্টগ্রাম জেলা পশ্চিম জোনের ছাত্র শিবিরের কলেজ সমন্বয়ক মাহবুব উল্লাহ্, তাপস দে আকাশ, ওবায়দুল হক পিবলু, আবদুল্লাহ আল নোমান, মো: ওসমান, ছাত্র সমন্বয়ক তালহা রহমান, আশরাফুল ইসলাম তৌকির প্রমূখ।