চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ‘যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তারা এখনো গ্রেফতার হয়নি । তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের মানুষ দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। দেশে অরাজকতা বেড়ে গেছে । নির্বাচিত সরকার দায়িত্ব নিলে এসব অপর্কম কমে আসবে। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তরের দাবী জানাচ্ছি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দক্ষিন ফটিকছড়ি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের মাঠে রবিবার (২২ মার্চ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সরওয়ার আলমগীর আরো বলেন, এদেশে ইসলামী বিপ্লবের কোন মানে হয় না। আমরা জন্মগতভাবেই ইসলাম পেয়েছি।
নানুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার শহিদ উদ্দীনের সভাপতিত্বে ও জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম বিএ, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনছুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদার ও সাবেক ছাত্রনেতা একেএম মহিউদ্দিন আজম তালুকদার ।
বক্তব্য রাখেন খালেদ মাহমুদ বাবুল, হাসান তারেক, নাছির উদ্দীন চৌধুরী, এস এম আবু মনছুর, সাহেদ উদ্দিন, জালাল উদ্দীন চৌধুরী, তৌহিদুল আলম রফিক। ইফতার মাহফিলে সাড়ে ৩হাজার মানুষ উপস্থিত ছিলেন।