চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন জানান, ক্ষমতার অপব্যবহার, অর্থ লুটপাট, দরপত্র বাণিজ্য এবং শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফজলে করিম চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত চলছে। দুদকের আশঙ্কা, তার দুই ছেলে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
তিনি আরও জানান, ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফের সঙ্গে ২০০২ সালের ১১ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদ ঘটে। সেই প্রেক্ষিতে শুধুমাত্র দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন। গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।