অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, চাক্তাইয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোর অভিযোগে চারটি সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ মার্চ) নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মোস্তফা সেমাই ফ্যাক্টরির বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার আওতায় রফিক ফুড প্রোডাক্টস ও মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে ১ লাখ টাকা করে, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি ও মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram