ছাত্রদল সেজে পিতাকে ছাড়াতে গিয়ে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

বায়েজিদ থানায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া পিতাকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মনির হোসেন আবির। নিজে ছাত্রলীগ কর্মী হলেও থানায় গিয়ে ছাত্রদল কর্মী সেজে গ্রেপ্তার পিতাকে ছাড়ানোর চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

শনিবার, ১ মার্চ সকালে পুলিশ তার বাবা, যিনি একাধিক মামলার আসামি, তাকে গ্রেপ্তার করে। এই ঘটনার পর মনির থানা গিয়ে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে তিনি পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কি করেন। পুলিশ তাকে শান্ত থাকার অনুরোধ জানালেও উত্তেজিত হয়ে ওঠেন। এর পর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন আবির এলাকায় আওয়ামী লীগ সরকারের সময় আধিপত্য বিস্তারের জন্য নানা ধরনের অপকর্মে জড়িত ছিলেন। তিনি তার দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অবৈধ কাজ করতেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মনির হোসেন আবির পুলিশের কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে তিনি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram