‘হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট’ নিয়ে যা বললেন আইনজীবী

হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট নিয়ে আইনি মতামত দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়েরা জজ আদালতের সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইউছুপ। তিনি তার লিখিত মতামতে বলেন, আমার মক্কেল সুলতান লিয়াকত আলী চৌধুরী পিতা- মরহুম ফৌজুল করিব চৌধুরী, সাকিন-গ্রাম-পুঁইছড়ি, ডাকঘর- বাঁশখালী, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম। “হাজী আলিম উদ্দিন চৌধুরী ও ওয়াকফ এসেস্টট” (যুগ্ম মোতোয়াল্লী) এর পক্ষে বিগত ১৩/০৭/২০২৩ ইং তারিখে মাননীয় ওয়াকফ প্রশাসক এর ১৬.০২.০০০০.০০৫.৩১.৫২৮.২৩/২৪৯ নং স্মারক মূলে আমার মক্কেল সুলতান লিয়াকত আলী চৌধুরী পিতা- মরহুম ফৌজুল করিব চৌধুরী কে যুগ্ম মোতোয়াল্লী নিযুক্ত করেন।

তৎপর উক্ত আদেশের বিরুদ্ধে সুলতান-উল-ওসমান চৌধুরী নামক ব্যক্তি মাননীয় জেলা জজ আদালত, চট্টগ্রামে ওয়াকফ মিচ আপীল নং- ৩৩৭/২০২৩ ইং মামলা দায়ের করিলে, মাননীয় জেলা জজ আদালত, চট্টগ্রাম বিগত ০৩/০৯/২০২৪ ইং তারিখ শুনানী ক্রমে আদেশ হয় যে, অত্র ওয়াক্‌ফ্ফ মিচ আপীলটি দোতরফা শুনানীস্তে পরবর্তীতে আকারে মঞ্জুরক্রমে আপীলকারীর বিরুদ্ধে আনীত অভিযোগন্বয় পুনঃ শুনানীর জন্য ওয়াকফ প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। উক্ত আদেশের বিরুদ্ধে আমার মক্কেল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং- ৪৫৮৭/২০২৪ ইং মামলা দায়ের করিলে শুনানীতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হইয়া মাননীয় জেলা জজ আদালত, চট্টগ্রাম এর বিগত ০৩/০৯/২০২৪ ইং তারিখের আদেশ স্থগিত পূর্বক উল্লেখিত “হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট” এর যাবতীয় কার্যক্রম বিষয়ে সুলতান-উল-ওসমান চৌধুরী এর উপর Stay আদেশ প্রদান করেন।

এমতাবস্থায় আমার মক্কেল মাননীয় ওয়াকফ প্রশাসক এর ১৩/০৭/২০২৩ ইং তারিখের আদেশ মূলে একজন যুগ্ম মোতোয়াল্লী হন এবং “হাজী আলিম উদ্দিন-চৌধুরী ওয়াকফ এস্টেট” এর যাবতীয় কার্যক্রম সম্পাদনের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হন। এবং যেহেতু সুলতান-উল-ওসমান চৌধুরী নামীয় ব্যক্তির উপর মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৫৮৭/২০২৪নং সিভিল রিভিশন মামলার বিগত ১৯/১২/২০২৪ ইং তারিখের Leave to Appeal ৪৩১৯ of ২০২৪ আদেশ মূলে Status Quo (স্থিতাবস্থা) আদেশ করেন। এই মধ্যে বিগত ১০/০২/২০২৫ইং তারিখ মাহমান্য হাইকোর্ট বিভাগ সিভিল রিভিশন নং-৪৫৮৭/২০২৪ইং আপীলটি নিস্পত্তি করে মাননীয় ওয়াকফ প্রশাসক এর ১৬.০২.০০০০.০০৫.৩১.৫২৮.২৩/২৪৯ নং স্মারক মূলে সুলতান লিয়াকত আলী চৌধুরীকে যুগ্ম মোতোয়াল্লী নিযুক্ত করার আদেশটি বহাল রাখেন। এই আদেশের বিরুদ্ধে সুলতান-উল-ওসমান চৌধুরী মহামান্য সুপ্রীম কোর্টে সিভিল মিসিলিনিয়াস পিটিশ নং-১২১ of ২০২৫ দায়ের করেন। এবং তিনি আবেদন করেন যে, নিয়মিত আপীল দায়ের করাকালীন পর্যন্ত যেন মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ Stay করা হয়। কিন্তু মহমান্য সুপ্রীম কোর্ট ৮ (আট) সপ্তাহের Status Quo (স্থিতাবস্থা) বজায় রাখার আদেশ দিয়ে দরখাস্তকারীকে নিয়মিত আপীল দায়ের করার নির্দেশ প্রদান করেন।

যেহেতু মহামান্য সুপ্রীম কোর্ট আবেদনকারী আবেদন অনুযায়ী মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ Stay করেন নাই সেহেতু উক্ত আদেশও বহাল আছে এবং সুলতান লিয়াকত আলী চৌধুরীই বর্তমান যুগ্ম মতোয়াল্লী হিসাবে বহাল আছেন।

সেহেতু “হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট’ এর সম্পত্তি শাসন, সংরক্ষণ বিষয়ে সুলতান-উল-ওসমান চৌধুরী নামীয় ব্যক্তির কোনরূপ চুক্তি, আর্থিক লেনদেন ও যে কোন রূপ কার্যক্রম করার কোন রূপ আইনগত ভিত্তি নাই।

তপশীল

“হাজী আলিম উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট”, ই.সি. নং- ১৫৯০, বিগত ১৮/০৯/১৯১৯ ইংরেজী তারিখে সম্পাদিত ও বিগত ১১/১২/১৯১৯ ইংরেজী তারিখে রেজিস্ট্রীকৃত ৩৩০৬ নং ওয়াকফ দলিলের সমুদয় তপশীলোক্ত সম্পত্তি।

 

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram