রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ৮টি রিসোর্ট ও হেডম্যানের বাড়িতে আগুন লেগে গেছে। আগুনের সূত্রপাত হয় অবকাশ রিসোর্ট থেকে, এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের রিসোর্টগুলোতে ছড়িয়ে পড়ে।
জানা যায়, এই আগুনে সাজেকের অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি, মেঘচুট, মনটানা, মারুতি সহ মোট ৮টি আবাসিক হোটেল ও হেডম্যানের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা ও নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে, ফায়ার সার্ভিসের যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে এখনও বেশ সময় লাগবে, কারণ সাজেক থেকে দীঘিনালা ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় দুই ঘণ্টার। পানি সংকটের কারণে আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।