বাড়তি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা!

গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালকরা যদি মিটারের নির্ধারিত ভাড়া থেকে বেশি আদায় করেন, তবে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

১০ ফেব্রুয়ারি সোমবার বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা একটি পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পত্রটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার ক্ষেত্রে সরকার নির্ধারিত মিটার ভাড়ার অতিরিক্ত কোনো অর্থ আদায়ের অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, পত্রে উল্লেখ করা হয় যে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকায় নির্ধারিত গন্তব্যে ভ্রমণ করতে বাধ্য। তারা মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত টাকা দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা ৮১ অনুযায়ী চালককে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। চালকের ক্ষেত্রে দোষসূচক পয়েন্টও কর্তন হতে পারে।

এ অবস্থায়, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়ে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram