কারো সহযোগিতা নিয়ে এমপি বা মন্ত্রী হতে রাজি হইনি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাজনীতি ইসলামের, দেশ এবং মানবতার কল্যাণে হতে হবে। তিনি বলেন, “বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছেন। কিন্তু আমরা ইসলামী মূল্যবোধ, দেশ এবং মানবতার কল্যাণে রাজনীতি করছি, তাই কখনোই কারো সহযোগিতা নিয়ে এমপি বা মন্ত্রী হওয়ার চেষ্টা করিনি।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ব্যানারে আমরা দেশের মঙ্গল ও ন্যায়ের পক্ষে রাজপথে নেমে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি। তবে এখন নানা ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রতি বৈষম্য প্রদর্শন করা হচ্ছে। আমরা বারবার জাতীয় ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেষ্টা করে যাচ্ছি, যাতে একটি সুন্দর এবং সমৃদ্ধ দেশ গড়ে তোলা যায়।”

পীর সাহেব চরমোনাই সতর্ক করে বলেন, “স্বাধীন বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না করে যদি দ্রুত নির্বাচন আয়োজনের চেষ্টা হয়, তবে তা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করবে, যা দেশের জনগণ কখনোই মেনে নেবে না। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা অত্যন্ত দুঃখজনক হবে।” তিনি সকলকে ইসলাম, দেশ এবং মানবতার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার (৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত “ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন মাহদী, বিএনপি চট্টগ্রাম মহানগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডাঃ এস এম সরোয়ার আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজিমুদ্দিন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খান তালাত মোহাম্মদ রাফি, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, জমিয়তে উলামায়ে ইসলাম চট্টগ্রাম মহানগর সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়ক আবদুর রহমান প্রমুখ।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram