প্রধান উপদেষ্টা উদ্বোধন করলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিনি এই মেলার উদ্বোধন করেন।

এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বিদেশি ৭ দেশের ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া।

মেলার সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি ই-টিকেটিংয়ের ব্যবস্থাও চালু করা হয়েছে। মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির নির্ধারিত বাস সেবা থাকবে, এছাড়া বিশেষ ছাড়ে উবার সেবা ব্যবহার করা যাবে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় দুটি বিশেষ চত্বর তৈরি করা হয়েছে – “জুলাই চত্বর” ও “ছত্রিশ চত্বর”। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে “ইয়ুথ প্যাভিলিয়ন”।

এবারের মেলা পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে, যা চতুর্থবারের মতো এখানে আয়োজিত হচ্ছে। এই মেলা আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram