logo
নায়িকার গাড়ির চাপায় পিষ্ট শ্রমিক
সংবাদ প্রকাশিত:

বেপরোয়া গতিতে মেট্রো শ্রমিককে পিষে দিয়েছে মারাঠি নায়িকা ঊর্মিলা কানেতকরের গাড়ি। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শ্রমিক। শনিবার (২৮ ডিসেম্বর) মুম্বইয়ের কান্দিভালি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সিনেমার শুটিং থেকে ফিরছিলেন উর্মিলা। গাড়ি চালাচ্ছিলেন তার চালক। এসময় ঘুমিয়েছিলেন অভিনেত্রী। তখনই দুজনের গায়ের উপর গাড়ি তুলে দেন চালক। ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। অপরজনের অবস্থাও গুরুতর। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি খুবই বেশি ছিল। যে কারণে আচমকা নিয়ন্ত্রণ হারায়। কান্দিভালির যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে মেট্রোর কাজ চলছিল। একাধিক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর আহত।

আহত শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উর্মিলা ও তার ড্রাইভারেরও চোট লেগেছে, তবে তাদের চোট গুরুতর নয়। গাড়িতে এয়ারব্যাগ থাকায় অনেকটাই রক্ষা পেয়ে গিয়েছেন অভিনেত্রী।

এদিকে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও তদন্তে নেমেছে।

উল্লেখ্য, পুণেতে জন্মে উর্মিলার। প্রশিক্ষিত নৃত্যশিল্পী তিনি। ১৯৯৭ সালের স্বাধীনতা দিবসের পঞ্চাশতম সেলিব্রেশনেও পারফর্ম করেছিলেন। ২০০৬ সালে ‘শুভমঙ্গল সাবধান’ সিনেমার মাধ্যমে মারাঠি চলচ্চিত্র জগতে উর্মিলার সফর শুরু।

এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। সিরিয়াল ও সিরিজেও দেখা গিয়েছে উর্মিলা। জাতীয় পুরস্কারজয়ী ‘পানি’ সিনেমার পরিচালক আদিনাথ কোঠারের স্ত্রী তিনি।

অভিনেতা ও প্রযোজক হিসেবেও আদিনাথের বেশ সুনাম রয়েছে। তবে শনিবারের ঘটনায় বেশ বেকায়দায় অভিনেত্রী। অনেকে আবার এই ঘটনার সালমান খানের বেপরোয়া গাড়ির ঘটনাও স্মরণ করেছেন। যার জেরে একধিক ফুটপাতবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছিল।