কেরানীগঞ্জে ৩ ডাকাতের আত্মসমর্পণ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনায় অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত টিম। অভিযানে সময় অস্ত্রধারী ৩ ডাকাত আত্মসমর্পণ করেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। একইসাথে, জিম্মি ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অক্ষত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

এদিকে, বেলা দেড়টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ব্যাংকটি ঘেরাও করে রাখে।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে।

এরআগে, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে জানান যৌথবাহিনী।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram