নগরীর খুলশী এলাকায় প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের এক উপপরিদর্শককে আটক করে পুলিশের হাতে দিয়েছে জনতা।
রোববার (১৯ মে) বিকেলে টা আখতারুজ্জামান ফ্লাইওভারে খুলশী থানার অংশে এ ঘটনা ঘটে। এসময় এক সোর্সকেও আটক করা হয়। খবর পেয়ে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আটক পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যান।
গ্রেপ্তার এসআই আমিনুল ইসলাম খুলশী থানায় কর্মরত রয়েছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ জানান, খালেক নামের এক প্রবাসী বিদেশ থেকে আসার সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে গাড়ি আটকিয়ে ১৬ ভরি স্বর্ণ কেড়ে নেন পুলিশ কর্মকর্তা আমিনুল। পরে ওই প্রবাসীকে ফ্লাইওভারে ছেড়ে দেওয়ার সময় প্রবাসী খালেকই প্রথমে জাপটে আমিনুলকে ধরে ফেলেন। এসময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসে।
ঘটনার সময় আমিনুল ডিউটিরত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে বলে জানান ওসি নেয়ামত উল্লাহ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো.মোখলেসুর রহমান বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খুলশী থানার ওসি তদারকি করছেন।