ঢাকার আগারগাঁওয়ে গ্যারেজ মালিকের ছেলেকে অপহরণের ঘটনায় ৩ রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুুলিশ। এসময় অপহরণের শিকার পাঁচ বছর বয়সী শিশু মো. মোজাহিদকে উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আসিফ আলী (২২), শাহিন (২৩), মো. সুমন আলী (১৮)। তাঁরা পেশায় রিকশাচালক। শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের পুরাতন বিএনপি বস্তির মো. নুরুজ্জামান নামে এক ব্যক্তির গ্যারেজের রিকশা চালাতেন তাঁরা। গ্যারেজের পেছনেই নুরুজ্জামানের বাসা। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন।
গত ২৮ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নুরুজ্জামানের শিশুসন্তান জোবায়ের (৫) নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও না পেয়ে পরের দিন শেরেবাংলা নগর থানায় বিষয়টি জানান তাঁরা।
ডিসি এইচএম আজিমুল হক বলেন, শিশুটি ২৮ মার্চ নিখোঁজ হলেও আমাদের একদিন পরে জানানো হয়েছে। এরপরে আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করি। এর মধ্যে অপহরণকারীরা শিশুটির বাবাকে ফোন দিয়ে ৬০ হাজার টাকা মুক্তিপণ চায়। শিশুটির পরিবার ২০ হাজার টাকা বিকাশে অপহরণকারীদের পাঠায়। সে তথ্য আমাদের জানিয়েছিল। এরপর ওই মোবাইল নম্বরের সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হই। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশুটিকে অক্ষত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়েছে।
শিশুটির বাবা নুরুজ্জামান বলেন, ‘অপহরণকারীরা সবাই আমার গ্যারেজে রিকশা চালাত। কখনো রিকশাচালকদের সন্দেহ হতো না। কিন্তু গ্রেপ্তারের পর দেখতে পেলাম, যারা আমার সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত, তারাই আমার সন্তানকে অপহরণ করেছে।’
এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অপহরণের মামলা হয়েছে।