নগরীর দুই নম্বর গেট এলাকায় বাসচাপা দিয়ে ট্রাফিক পুলিশের সদস্যকে মারা সেই চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাসচাপায় দিয়ে পুলিশ সদস্যকে মারার পর সেই লামার দুর্গম এলাকায় আত্মগোপনে ছিল।
১৫ জুলাই, শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার।
শুক্রবার রাতে লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার [১] করা হয় বলে জানান তিনি।
চালক সোহেল ভোলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।
ওসি নাজিম উদ্দিন মজুমদার জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে বাসচালক সোহেলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর গ্রেফতার এড়াতে সেই আত্মগোপনে ছিল।
এর আগে গত মঙ্গলবার রাত ৮টার দিকে দুই নম্বর গেট এলাকায় দায়িত্বরত অবস্থায় বাসচাপায় আহত হন পুলিশ সদস্য মো. নুরুল করিম। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার দিন রাতেই পাঁচলাইশ থানায় মামলা করেন সার্জেন্ট মাহিন হাসান।