যে সাত বিষয় কারো সাথে শেয়ার করবেন না

ব্যক্তিগত জীবনে কিছু বিষয় থাকে যা কারো সাথে শেয়ার করা ঠিক নয়। এসব বিষয় শেয়ার করলে বিপদের সম্ভাবনা রয়েছে সব চেয়ে বেশি।

স্বপ্ন ও আকাঙ্ক্ষা:

ব্যক্তিজীবনে মানুষ নানা রকম স্বপ্ন দেখে থাকে। থাকে নানা রকম ইচ্ছা আকাঙ্ক্ষাও। আপনার একান্ত ব্যক্তিগত স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো কারও সঙ্গে শেয়ার করতে যাবেন না। কারণ এর ফলে আপনি অন্যের কাছে ঈর্ষার কারণ হতে পারেন। হয়তো আপনাকে নেতিবাচক নানা কথাও শুনতে হতে পারে। যা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিতে পারে। তাই নিজের স্বপ্ন, ইচ্ছা ও আকাঙ্ক্ষা অন্যের কাছে শেয়ার না করে নিজের কাছে রাখাই ভালো।

অর্থ সংক্রান্ত বিষয়:

আপনার আর্থিক অবস্থা খুবই ব্যক্তিগত ‍ও সংবেদনশীল একটি বিষয়, যা পরিবারের বিশ্বস্ত সদস্য ছাড়া কারও সঙ্গে আলোচনা করা উচিত নয়। পরিচিত হোক কিংবা অপরিচিত, ভুলেও নিজের আর্থিক তথ্য শেয়ার করতে যাবেন না। এর ফলে আপনি তাদের হিংসা ও ঈর্ষার কারণ হতে পারেন। কিংবা আপনার আর্থিক অবস্থা খারাপ হলে আপনি হাসির পাত্রও হতে পারেন।

ব্যক্তিগত সমস্যা:

প্রতিটির মানুষেরই কম বেশি ব্যক্তিগত সমস্যা থাকে। সমস্যা আছে বলে তা ঘটা সবাইকে জানানোর প্রয়োজন নেই। বিশেষ করে যারা আপনাকে সাহায্য করতে পারে না কিংবা গসিপিং (নেতিবাচক গল্পগুজব) করতে পছন্দ করে তাদের সামনে ভুলেও নিজের ব্যক্তিগত সমস্যার কথা বলবেন না। যদি ভুল করেও বলে ফেলেন তাহলে আপনিই বিপদে পড়বেন এবং মানসম্মানও হারাবেন।

আধ্যাত্মিক/ অলৌকিক বিশ্বাস:

আধ্যাত্মিক বিশ্বাস হলো খুবই সংবেদনশীল ও একান্ত ব্যক্তিগত বিষয়। যারা খোলা মনের ও আপনার একান্তই আপনজন শুধু তাদের সঙ্গেই শেয়ার করা উচিত। কুটিল বা পরচর্চা করতে পছন্দ করে এমন মনের অধিকারী কারও সঙ্গে আপনার এসব বিশ্বাস ভুলেও শেয়ার করতে যাবেন না।

ব্যক্তিগত সম্পর্ক:

মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকাটা একটা স্বাভাবিক বিষয়। আর সম্পর্কে সমস্যা থাকতেই পারে। তাই বলে এটি অন্যর সঙ্গে আলোচনা বা শেয়ার করতে যাবেন না। কারণ সবার মানসিকতা এক না। আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যরা কথা চালাচালি করতে পারে। যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

গোপনীয় বিষয়:

অন্যদের সঙ্গে নিজের গোপনীয়তার বিষয়ে শেয়ার করতে যাবেন না। আপনি আপন মনে করে কারও সঙ্গে আপনার গোপন বিষয় বিষয় শেয়ার করলেন। পরে দেখা যাবে সুযোগ বুঝে ওই ব্যক্তি আপনার গোপন বিষয়ের সুযোগ নেয়ার চেষ্টা করবে। এতে আনি নিজে বিপদে পড়ার আশঙ্কা বেশি। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন।

স্বাস্থ্য সমস্যা:

মানুষ হিসেবে আমাদের নানা রকম স্বাস্থ্য সমস্যা থাকে। আমাদের এমন কিছু স্বাস্থ্যবিষয়ক সমস্যা থাকে যা একান্ত আপনজন ছাড়া বাইরের কাউকে না জানানোই ভালো। অন্যদের সঙ্গে এ বিষয় শেয়ার করলে তারা অযাচিত পরামর্শ দিয়ে আপনাকে আরও বেশি চাপের দিকে নিয়ে যেতে পারে। তাই নিজের এমন গোপন স্বাস্থ্য সমস্যার কথা অন্যের সঙ্গে শেয়ার না করাই উত্তম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram