বন্দরনগরী চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে-ভিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ফ্যাশন প্যারেড। চট্টগ্রামের খ্যাতনামা ইভেন্ট প্ল্যানার লামোর ইভেন্টস-এর উদ্যোগে শুক্রবার (৪ অক্টোবর) ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন এন্ড বিয়ন্ড’ সিজন -৩ ‘উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে শিরোনামে এই জমকালো ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এতে তারকা অতিথি হিসেবে অংশ নিবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম। ফ্যাশন শো-তে মঞ্চ মাতাবেন ঢাকার তারকা মডেলরা। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য এই আয়োজন সংরক্ষিত।
উইন্টার এন্ড ওয়েডিং রানওয়ে-২০২২ এর আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার সাদ শাহরিয়ার জানান, গত দুই সিজনের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার আরও বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস আর্ট ফ্যাশন এন্ড বিয়ন্ড’ (Brought to you By Attire Club BD), Powered By FIT ELEGANCE । রেডিসন ব্লু বে ভিউ’র মোহনা বলরুমে এই ফ্যাশন প্যারেড অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক মানের এই ফ্যাশন রানওয়েতে অংশ নিতে ঢাকা থেকে আসছেন একদল তারকা মডেল। সেলিব্রেটি অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম। ইভেন্ট হোস্ট হিসেবে থাকবেন ঢাকার বিখ্যাত মডেল, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত এই বৃহদ আয়োজনে আমন্ত্রন পত্রের বিপরীতে প্রত্যেক অতিথির জন্যই রাখা হয়েছে চমকপ্রদ উপহারের ব্যবস্থা। ফ্যাশন কিউতে ঢাকা ও চট্টগ্রামে ১০টিরও বেশি জনপ্রিয় পোশাক ও বিউটি ব্র্যান্ড অংশ গ্রহন করছে। ফ্যাশন কিউ’র কোরিওগ্রাফার হিসেবে থাকছেন ঢাকার আলোচিত ফ্যাশন কোরিওগ্রাফার আশিকুর রহমান পনি।
আয়োজনের প্লাটিনাম স্পন্সর বারকোড রেস্টুরেন্ট গ্রুপ, ডায়মন্ড স্পন্সর হাবিব তাজকিরাজ, গোল্ড স্পন্সর – মেগামার্ট, সিলভার স্পন্সর- টাচ লেডি বিউটি লাউঞ্জ, ব্রোঞ্জ স্পন্সর- নোয়াইবা, ইন-এসোসিয়েট উইথ এন্টিক ফ্যাশন। কো-স্পন্সর- ওয়েস্টউড বাই এমজেএ, অপ্সরা, শেপার, জাজতানা বুটিক ওয়ার্ল্ড।
এয়ারলাইন্স পার্টনার- ইউএস বাংলা এয়ারলাইন্স, আইসক্রিম পার্টনার- পোলার, বিউটি পার্টনার- আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর, হেলথ পার্টনার- চিটাগাং ইউরোলজি এন্ড জেনারেল হসপিটাল, ফটোগ্রাফি পার্টনার- ত্রিয় ভিজ্যুয়াল এবং ফটোম্যানিয়া, ভিডিওগ্রাফি পার্টনার- সাইবারপাংক স্টুডিও, প্রিন্ট পার্টনার- শাইনবিডি, মিডিয়া পার্টনার- ক্যানভাস ও আইস টু-ডে, প্রমোশনাল পার্টনার- মেকআপ এডিকটো।