৬০ দিন মেয়াদ বাড়ল চিটাগাং চেম্বার প্রশাসকের

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, চেম্বারের প্রশাসকের মেয়াদ ৮ জুলাই মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী তা ৬০ দিন বাড়ানো হলো।

চেম্বারের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে চেম্বার কর্তৃপক্ষ গত ২৩ জুন সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করা হয়।

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর চেম্বারের ২০২৩-২৪ মেয়াদের পরিচালনা পর্ষদের ২৪ জন সদস্য পদত্যাগ করলে বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী সরকার ৯ সেপ্টেম্বর মুহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram