চকরিয়ায় চিংড়ি ব্যবসায়িকে অপহরণ, পুলিশের সহায়তায় উদ্ধার

চকরিয়ার দুলাহাজারা বাজার এলাকা থেকে আবু ছৈয়দ নামের এক চিংড়ি ব্যবসায়িকে অপহরণ করে মারধর ও দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

১৬ এপ্রিল বুধবার এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর স্ত্রী রোমেনা আক্তার।

রোমেনা আক্তার জানান, তার স্বামী আবু ছৈয়দ একজন চিংড়ি ব্যবসায়ি। বুধবার মাছ নিয়ে আসার সময় স্থানীয় নোমান ডাকাতের নেতৃত্বে রাস্তায় ব্যারিকেড দিয়ে আবু ছৈয়দকে অপহরণ করে নিয়ে যায় এবং তার ওপর শারীরিক নির্যাতন চালায়। এসময় তার সাথে থাকা দেড় লাখ টাকা চিনিয়ে নেয়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনার সাথে সাথে আমরা ফোর্স পাটিয়েছি । আবু ছৈয়দকে উদ্ধার করা হয়েছে। মাছের ঘোনা নিয়ে তাদের বিরোধ থাকতে পারে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। এটা অপহরণ নাকি পূর্ববিরোধ থেকে হয়েছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবো।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram