সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মা-বাবার

অস্ট্রেলিয়ায় দুই মেয়ে সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি দম্পতি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থ শহরের কাছে ওয়ালপোল নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাফায়েত হোসেন।

শহিদুল হাসান স্বপন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী। তার স্ত্রী সাবরিনা আহমেদ পাপড়ি একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী। স্বপন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

শাফায়েত হোসেন জানান, বড়দিনের ছুটিতে ৪-৫টি পরিবারের সঙ্গে তারা ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে ভ্রমণে যান। হঠাৎ ভাটার টানে তাদের দুই সন্তান পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্বপন ও পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। বাচ্চাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান।

এদিকে, তাদের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), এবং খুলনা বিশ্ববিদ্যালয় প্ল্যানার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এই দম্পতির অকাল মৃত্যু তাদের বন্ধু, সহপাঠী এবং পরিচিতজনদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram