‘আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে’

ভারতের বক্স অফিসে রাজত্ব করছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ‘পুষ্পা’ সিরিজ নিয়ে নিজের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। পিছিয়ে নেই সিনেমায় অর্জুনের বিপরীতে অভিনয় করা রাশমিকা মান্দানাও।

‘পুষ্পা ২’-এ ‘পিলিংস’ গানে রাশমিকার সাহসী নাচের দৃশ্য নিয়ে আলোচনা তুঙ্গে। সামাজিক মাধ্যমে এই গানের সঙ্গে রাশমিকার তাল মেলানোর প্রশংসা করছেন দর্শকরা।

অথচ এই নাচের দৃশ্য নিয়ে নাকি শুরু থেকেই বেশ চাপে ছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। নাচের ভঙ্গিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলেন তিনি।

সম্প্রতি ভারতের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম গালাট্টা প্লাসের সঙ্গে আলাপে ‘পিলিংস’ গানের অভিজ্ঞতা জানান রাশমিকা। বলেন, ‘ছবি মুক্তির কয়েকদিন আগে ‘পিলিংস’ গানের শুটিং হয়। মাত্র পাঁচ দিনে ওই গানের শুটিং শেষ করেছিলাম আমরা। এই গানটিও যে ছবিতে থাকবে এবং তার শুটিং করতে হবে, এটা শুনেই চমকে গিয়েছিলাম। তার পর নাচের মহড়ার ভিডিও দেখলাম। আমি আঁতকে উঠি। ভাবছিলাম, কী হচ্ছে এই দুনিয়ায়! আমাকে তো আল্লু অর্জুন স্যারের কোলে উঠে নাচতে হবে মনে হচ্ছে।’

ছবিতে প্রায়ই নায়িকাকে কোলে তুলে নেয় নায়ক। আর রাশমিকার নাকি কোলে উঠতেই ভয় করে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাকে কোলে তুললে সত্যিই খুব ভয় করে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কী ভাবে নাচব। কিন্তু আমি বুঝেছি, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে আমি নিজেকে পরিচালক ও সহ-অভিনেতার কাছে সমর্পণ করে দিই। তখন ভেবে নিই, কাজটা করতেই হবে। ছবির জন্য যা যা প্রয়োজন তা-ই করব।’

দক্ষিণী সিনেমা দিয়ে বড়পর্দায় আগমন হলেও এখন সমানতালে বলিউডেও কাজ করছেন রাশমিকা। এরই মধ্যে ‘অ্যানিমেল’, ‘গুডবাই’-সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে। আগামী বছর সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমাতে দেখা যাবে তাকে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram