অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভক্তরা যখন তার অপেক্ষায় দিন গুনছেন, তখন মারাত্মক এক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছিলেন এমএলটেন। তবে ভাগ্য সহায়ক হওয়ায় এ যাত্রায় বেঁচে গেলেন তিনি।

গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) ভোরে মিয়ামিতে এক ট্রাফিক সিগন্যালের সামনে মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারতেন মেসি। সিগন্যালে লাল বাতি জ্বলছিল। তবু মেসির গাড়ি সেই সংকেত না মেনে সামনে এগিয়ে যায়।

দায়িত্বরত পুলিশের গাড়ি সঙ্গে সঙ্গে ধরে ফেলে আর্জেন্টাইন তারকার গাড়ি। সিগন্যালের ওপাশের গাড়িগুলো সতর্ক হয়ে গতি কমানোয় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে গাড়ি মেসি নিজে চালাচ্ছিলেন না অন্য কেউ, তা নিশ্চিত করতে পারেনি গোল ডট কম। এ ঘটনার একটি ভিডিও নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে এফসিবি আলবিসেলেস্তে। ভিডিওটি দেখতে ক্লিক করুন।

এদিকে মেসির আগমনকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বেকহ্যাম। তার উদ্যোগেই বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে আমেরিকায় পা রেখেছেন মেসি। ইউরোপের ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক। মেসিকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করেছেন বেকহ্যামরা।

১৬ জুলাই আমেরিকার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মেসির আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠানটি করতে যাচ্ছে মিয়ামি। দলের সদস্য এবং সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়ার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে দলটি। গুঞ্জন আছে, এই অনুষ্ঠানে গাইতে পারেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

কলম্বিয়ার শিল্পী শাকিরা জেরার্ড পিকের সাবেক বান্ধবী। মেসি এবং পিকে দীর্ঘদিন বার্সেলোনায় সতীর্থ ছিলেন। দু’জনে ঘনিষ্ঠ বন্ধুও। সেই সূত্রে শাকিরার সঙ্গেও মেসির পরিচয় দীর্ঘ দিনের। ফ্লোরিডার ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে শাকিরা ছাড়াও পারফর্ম করবেন পুয়োর্তো রিকোর র‌্যাপার ব্যাড বানি। থাকতে পারেন কলম্বিয়ার আরেক শিল্পী মালুমা। যদিও আনুষ্ঠানিকভাবে শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকা প্রথম মাঠে নামবেন বলে মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram