ইপিজেডে জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নগরীর ইপিজেড থানা এলাকায় রং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড নামের জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল ওহাব মিয়া বলেন, ১১টা ১০মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হই।

পতেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। জুতার লেমিনেটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলে যাচ্ছে না।

টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘সকালে টিসিবি ভবনে আমাদের ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘রং ডা ইন্টারন্যাশনাল’ এ আগুন লেগেছে। সেখানে জুতার সোল তৈরি করা হতো। তবে টিসিবির পণ্যের কোনও ক্ষতি হয়নি’।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram