কক্সবাজারের বাংলাবাজার এলাকায় এক স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের পিএমখালী ছনখোলা ইফনুছঘোনা এলাকার হাবিবুর রহমানের ছেলে বেদার মিয়া (২৮), পিএমখালী উত্তর তারানিয়াপাড়া সিকদারবাড়ি এলাকার দিল মোহাম্মদের ছেলে মোস্তাক মিয়া (২৪) ও খরুলিয়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে মো. বেলাল উদ্দিন (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা সকলেই গণধর্ষণের কথা স্বীকার করেছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন বলেন, স্কুলশিক্ষিকাকে গণধর্ষণের ঘটনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে মঙ্গলবার ২৩ আগস্ট রাতে অবিযান চালিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে প্রধান অভিযুক্ত বেদার মিয়াসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ১৮ আগস্ট রাতে পিএমখালীতে অবস্থিত একটি পারিবারিক অনুষ্ঠানে মামলার প্রধান অভিযুক্ত বেদার মিয়ার সাথে পরিচয় হয় ভিকটিম স্কুল শিক্ষিকার। অনুষ্ঠান শেষে ফেরার পথে বেদার মিয়া আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ চাঁন্দেরপাড়া এলাকার একটি নির্মানাধীন ভবনের নিচ তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বেদার মিয়া (২৮) কে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে ২২ আগস্ট রাতে কক্সবাজার সদর মডেল থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।