বোয়ালখালীতে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের উত্তর সদ্দারপাড়া এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (২৩ আগস্ট) মঙ্গলবার উত্তর সদ্দারপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে গোসল করতে গিয়ে লেদু সর্দারের মেয়ে প্রিয়া সদ্দার (৭) ও রঞ্জন সর্দারের মেয়ে মৃত্তিকা সদ্দারের (৬) লাশ দেখতে পান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহমিদা বলেন, ২টা ১০ মিনিটের সময় দুই শিশুকে হাসপাতালে আনেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।স্বজনরা পুকুরের পানিতে ডুবে গিয়েছিলো জানালেও শিশুদের শরীরে সেই রকম লক্ষণ না থাকায় থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

মৃত্তিকা সদ্দার মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি আর প্রিয়া সদ্দার মন্দির ভিত্তিক পাঠাগারের পড়তো। তারা একই এলাকার বাসিন্দা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আবদুর রাজ্জাক বলেন,পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram