আল্ হাসনাইন মিশন বাংলাদেশ এর উদ্যেগে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৪ টা থেকে নগরির হালিশহরস্থ এ ব্লক বাস ষ্ট্যান্ড মোড়ে আজিমুশশান শাহাদাতে কারবালা মাহফিলে তশরিফ আনেন আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম ফরিদী, আল্লামা সৈয়দ মুহাম্মদ হাসান আল-আযহারী।
সংগঠনের সভাপতি শাহজাদা মুহাম্মদ মঈনুদ্দীন আল সাঞ্জারীর সভাপতিত্বে মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চসিক কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নিবার্হী সদস্য পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন, উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা হেলাল উদ্দীন আল কাদেরী, মাওলানা নুর খালেক হেলালী, হাফেজ মাওলানা আবদুল কাদের, আওয়ামী লীগ নেতা মুহাম্মদ হাসান, এডভোকেট মুহাম্মদ শাকিল, মোহাম্মদ ইমরান হোসেন মানিক সহ অসংখ্য ওলামে-কেরাম।
মাহফিলে বক্তারা শাহদাতে কারবালার মর্ম সমাজের সবখানে বাস্তবায়নে সুন্নী জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।