ফটিকছড়িতে দুলাভাইয়ের ঘুষির আঘাতে মুহাম্মদ আমীর (৩৫) নামে শালার মৃত্যু হয়েছে।
আজ শনিবার,২০ আগস্ট সন্ধ্যার দিকে কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আমীর উপজেলার পশ্চিম ভূজপুর এলাকার মায়ার বাপের বাড়ির শামসুল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে মো: সেলিম প্রকাশ কসাই সেলিম আমীরকে স্থানীয় কাজিরহাট বাজার মাংস গলিতে ডেকে নিয়ে যায়। টাকা লেনদেনের বিষয়ে দুই জনের কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ কসাই সেলিম আমীরকে কিল ঘুষি ও মারধর শুরু করে। এ সময় হঠাত আমীর মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অভিযুক্ত সেলিম আমীরের বড় বোনের স্বামী।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার এস আই মনির বলেন,শালা দুলাভাইয়ের মধ্যে কথাকাটাকাটির জেরে দুলাভাইয়ের ঘুষির আঘাতে মোহাম্মদ আমিরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।