অবসর সাংস্কৃতিক গোষ্ঠীর ৪ দশক পূর্তিতে সেমিনার ও ভাব সংগীতের আসর অনুষ্ঠিত

চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অবসর সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রাম এর এগিয়ে চলার চার দশক উদযাপনের লক্ষ্যে বছরব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূরুন্নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে ভাষা বিজ্ঞানী ডক্টর মনিরুজ্জামান রচিত’মাইজভাণ্ডারী গান ও তার প্রকৃত স্বরূপ ‘শীর্ষক প্রবন্ধের আলোকে সেমিনার ও ভাব সংগীতের আসর ‘ঐশী সুর’ অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্তের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোঃ শেখ সাদী। অতিথি ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শ্রী শৈবাল দাশ সুমন।
শুভেচ্ছা জ্ঞাপন করেন মুক্তিযোদ্ধা ও কালধারা পরিষদের কর্ণধার শাহ আলম নিপু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। মূল প্রবন্ধের চূম্বক অংশ পাঠ করেন সাধারণ সম্পাদক কবি মার্জিয়া সুলতানা। শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক পীরজাদা মোঃ মহরম হোসাইন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের মহাসচিব ছরওয়ার জামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবসর এর প্রতিষ্ঠাতা-সভাপতি প্রাবন্ধিক মোঃ সঞ্জিত আলম।

ভাব সংগীতের আসরে রবি ঠাকুর, নজরুল, অতুলপ্রসাদ, লালন শাহ, হাছন রাজা, শাহ্ আবদুল করিম, মাইজভান্ডারী, কালু শাহ, বিজয় সরকার, পঙ্কজ দেব অপুর গান পরিবেশন করেন শিল্পী আবদুর রহিম, ড. হানিফ মিয়া, শঙ্কর দে, সুব্রত দাশ অনুজ, মোঃ মুসলিম আলী জনি, শাহনাজ মুক্তি, মোঃ হেলাল উদ্দিন, লুপর্ণা মুৎসুদ্দি, শেফালী দেওয়ান, সৃষ্টি বড়ুয়া, রুবেল চৌধুরী, প্রণয় ধর, মোঃ জ্যোতির্ময় জ্যোতি প্রমুখ। তবলায় ত্রিদিব বৈদ্য, দোতরায় চিত্তরঞ্জন বর্মণ এবং বাঁশীতে রুবেল দাশ সহযোগিতা করেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram