কাপ্তাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সুইসাই মং মারমা(৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার রাইখালী হাতিমারা এলাকায় এই ঘটনা ঘটে । নিহত যুবক কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া তালতলি এলাকার মংচো মারমার ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।

ওসি জানান, নিহত ব্যক্তি নিজ বাড়ী হতে মোটর সাইকেল যোগে বাঙ্গালহালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। রাইখালী হাতিমারা এলাকায় আসলে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়। ঘটনার সংবাদ পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।পরে পুলিশ রাইখালী ফেরিঘাট এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করে।

ওসি ইকবাল বাহার চৌধুরী আরো জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং লাশ আগামীকাল শনিবার ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। কার‌ চালক পলাতক রয়েছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram