পটিয়া উপজেলার পৌরসভা এলাকায় সন্তান মাইনুলের গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন।
আজ সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল শামসুল আলমের ছেলে।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে পিস্তলের গুলি বলে শুনা যাচ্ছে।প্রয়াত শামসুল আলম মাস্টারের লাইসেন্স করা একটি শর্টগান ছিল। কীসের গুলি মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।বিষয়টি তদন্ত চলছে।