কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় গোসলে নেমে মারুফ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এসময় আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম মো. মারুফ আহমদ (১৯)। তিনি গাজীপুরের কাপাশিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও জেলার মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী।
উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০) গাজীপুরের জয়দেবপুর এলাকা হারুন মিয়ার ছেলে ও মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
সৈকতের লাইফগার্ডকর্মী ওসমান গনি জানান, গোসলে নেমে ঢেউয়ে ভেসে যাওয়ার সময় দুজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন তবে শাওনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানিয়েছেন, রোববার রাতে তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে যান। তারা শনিবার রাতে (১৪ আগস্ট) অ্যাম্বসেডর হোটেলে ওঠেন। রোববার (১৫ আগস্ট) সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় স্রোতে ভেসে যান তিন বন্ধু। স্রোতে ভেসে যাওয়ার সময় সৈকতে চলাচলকারী জেটস্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়; কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি ওই চালক। পরে লাইফগার্ডকর্মীরা দুজনকে উদ্ধার করলে মারুফ নিখোঁজ হয়।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, নানাভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। একইসঙ্গে জেটস্কির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরকম আচরণ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রিপন চৌধুরী জানান, হাসপাতালে চিকিৎসাধীন শাওন আশঙ্কামুক্ত।