সামনের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারাবে জিম্বাবুয়ে! ধাওয়ান-রাহুলদের এমন হুংকার দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া। সিরিজে ব্যাট হাতে সর্বাধিক রান সংগ্রাহক হতেও বেশ আত্মবিশ্বাসী তিনি। এদিকে বিরাট কোহলিকে টাইগার উডস, মোহাম্মদ আলীর মতো কিংবদন্তির কাতারে রাখেন সিকান্দার রাজা। ক্রিকেটে কোহলির অবদান তরুণদের জন্য অনুসরণীয় বলে মন্তব্য করেছেন সম্প্রতি ব্যাট হাতে ছন্দে থাকা এই ব্যাটসম্যান।
সদ্যসমাপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে জিম্বাবুয়ে। আর হবেই-বা-না কেন, বিগত কয়েক বছর ওয়ানডে ফরম্যাটের অন্যতম সেরা দল টাইগারদের সিরিজ হারানো জিম্বাবুয়ের কাছে বড় অর্জনই বটে। যে অর্জন এসেছে ভয়ডরহীন ক্রিকেট মানসিকতাকে সঙ্গী করে।
সেই আত্মবিশ্বাস আর সাহস পুঁজি করে এবার ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর হুংকার জিম্বাবুয়ের। ভারতীয় দল হারারেতে পা রাখতেই এমন হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো জিম্বাবুইয়ান ব্যাটার ইনোসেন্ট কাইয়া। ভারত শক্তিশালী দল হলেও তাদের হারানো সম্ভব বলেই বিশ্বাস তার।
ইনোসেন্ট কাইয়া বলেন, ‘আমরা ভারতকে হারাতে পারব। ২-১ ব্যবধানে সিরিজ জিতব। এটা শুধু ভালো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করার বিষয় নয়, এটা মানসিকতার ব্যাপার। কোচ আমাদের সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার বার্তা দেন। মানসিতার পরিবর্তন আমাদের খেলা বদলে দিয়েছে। আমি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। একাধিক শতক করতে চাই।’
বৃহস্পতিবার (১৮ আগস্ট) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সেই ম্যাচে তারা ভারতকে হারাতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ঘরের মাঠে বদলে যাওয়া জিম্বাবুয়ের এমন আত্মবিশ্বাসকে হালকাভাবে দেখার সুযোগ নেই ভারতের।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটারকে, বছর দুয়েক আগেও এমন প্রশ্নে নিঃসন্দেহে আসত বিরাট কোহলির নাম। তবে এখন এমন উত্তর আসবে ভিন্ন। কারণ, প্রায় তিন বছর হতে চলল অফ ফর্মে কোহলি। আর এ সময়ে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করেছেন পাকিস্তানের বাবর আজম।
তবে কোহলির এমন দুঃসময়েও সিকান্দার রাজার ভোট বিরাটের পক্ষেই। বিরাট কোহলিকে টাইগার উডস, মোহাম্মদ আলীর মতো কিংবদন্তির কাতারে রাখেন বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা এই জিম্বাবুইয়ান ব্যাটার।
সিকান্দার রাজা বলেন, ‘বিরাট সব সংস্করণের ক্রিকেটার। আমি তাকে টাইগার উডস, মোহাম্মদ আলীর সঙ্গে একই কাতারে রাখব। তারা খেলার প্রথার বাইরে কিছু ভেবেছেন। এমন কিছু করার চেষ্টা করেছেন, যা সবাই অনুসরণ করবে। বিরাট ফিটনেসটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন। এ জন্য তাকে কৃতিত্ব দেয়া উচিত। তরুণরা এ বিষয়ে তাকে অবশ্যই অনুসরণ করবে।’
কোহলির সমালোচকদের চুপ থাকতে বলেছেন রাজা। খারাপ সময় কাটিয়ে দ্রুতই কোহলি আবার ফর্মের তুঙ্গে ফিরবেন বলেও মনে করেন এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।