আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হলেন মহারাজ

মহারাজ

আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হলেন মহারাজ। তিন সংস্করণেই দারুণ ধারাবাহিকতার স্বীকৃতি পেলেন কেশভ মহারাজ। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাঁহাতি এই স্পিনার। এদিকে মেয়েদের ক্রিকেটের সেরা হয়েছেন পেসার আয়াবঙ্গা খাকা।

২০২১-২২ মৌসুমে তিন ফরম্যাট মিলিয়ে ৭১ উইকেট ঝুলিতে পুরেছেন মহারাজ। সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। পরপর দুই টেস্টে ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।

এদিকে ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ফাস্ট বোলার কাগিসো রাবাদা। সবশেষ ৮ টেস্টে তার শিকার ৪৩ উইকেট। টি-টোয়েন্টির সেরা এইডেন মারক্রাম। এই সময়ে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ৩৯১ রান তার। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উঠে আসেন তিন নম্বরে।

মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার লরা উলভার্ট, টি-টোয়েন্টির সেরা সদ্য অবসরে যাওয়া লিজেল লি। এদিকে ‘পাওয়ার অব ক্রিকেট’ অ্যাওয়ার্ড পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মেয়ে দলের বাঁহাতি স্পিনার ননকুলেকো ম্লাবা। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মাখাইয়া এনটিনির কাছ থেকে তিনি এই পুরস্কারটি গ্রহণ করেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram