চকবারের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

চকবাজার

ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে বেলা ২টা ২০ মিনিটে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে এই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়। পরে যোগ দেয় আরও চারটি ইউনিট।

তিনি বলেন, ‘চকবাজারের দেবীদ্বারঘাটের কামালবাগ এলাকার ওই কারখানায় প্লাস্টিক পণ্য ও পলিথিন উৎপাদন করা হয়। ১২টার দিকে আমরা আগুনের সংবাদ পাই।

‘১২টা ৯ মিনিটে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও চারটি ইউনিট পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চারতলা ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত। এই ভবনটির তৃতীয় তলা পর্যন্ত পাকা ভবন আর চতুর্থ তলায় টিনশেড ঘর নির্মাণ করা আছে। এই টিনশেড ঘরটি মূলত প্লাস্টিকের খেলনা উৎপাদন ও মজুতের গোডাউন। এখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত।

তারা জানান, সোমবার সকাল থেকে কারখানা বন্ধ ছিল। তাই অন্যদিনের তুলনায় কারখানায় শ্রমিকদের উপস্থিতি কম। এই ভবনের আশপাশে একাধিক পলিথিন কারখানা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ওই চারতলা ভবনের কাছাকাছি পৌঁছাতে না পারায় আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের আঁচ অনেকটাই কমে এসেছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram