logo
সীতাকুণ্ডে দাঁড়া‌নো ট্রাক‌কে কা‌রের ধাক্কা,চালক নিহত
সংবাদ প্রকাশিত:

সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থে‌কে প্রাইভেট কার ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লে চালক মোঃ ফোরকান (৪৫) নিহত হ‌য়ে‌ছে।এ সময় কা‌রে থাকা তিন যাত্রী আহত হ‌য়।

শুক্রবার ১২ আগস্ট সকাল সা‌ড়ে ছয়টা দি‌কে এ দূর্ঘটনা ঘ‌টে।

নিহত মো. ফোরকান বোয়ালখালী উপজেলার বাসিন্দা ব‌লে জানা গে‌ছে।

আহতরা হ‌লেন, মোঃ শহিদুল্লাহ (৫৫), জাহানারা বেগম (৪৫) ও আরাফাত হোসেন(২২)।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, বাড়বকুণ্ড বাজারের কাছে মহাসড়কে পার্কিংয়ে থাকা এক‌টি ট্রাক‌কে পেছন থে‌কেৃ দ্রুতগতির প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এসময় কারচালক ঘটনাস্থ‌লে মারা যান।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।