উ‌খিয়ায় রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে সন্ত্রাসী‌দের গু‌লি,নিহত ২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ ২ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২ দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) ও সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

বুধবার (১০ আগস্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লক থেকে অনুমান ১৫০ ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে জনৈক আছিয়া বেগমের শেড নং-১০১০ এর সামনে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক হওয়ায় অপর গুলিবিদ্ধ আবু তালেবকে কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ক্যাম্পে ব্লক রেইড ও অভিযান অব্যাহত রয়েছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram